#stop_rape
ধর্ষণাগার নয় চাই ধর্ষনকারীর কঠোর শাস্তির আইন!!
ধর্ষণাগার নয় চাই ধর্ষনকারীর কঠোর শাস্তির আইন!!
এখানে তো কয়েকটা ছবি মাএ কিন্তু আমি লজ্জিত বাংলাদের চিএ টা তো আরো ভয়ানক। নেই সেই ধর্ষণ হয়ে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটি হওয়া তনু মেয়েটির ছবি। নেই এখানে রুমার বাবার বিচার না পাওয়া পথে পথে কষ্টের দৌড়ানোর দৃশ্য। নেই সেই এলাকার মেম্বারের কাছ থেকে ধর্ষণের বিচার হিসেবে বাবার এক হাজার টাকা পাবার দৃশ্য ও পরে বাবা ও মেয়ের বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাপের সেই মর্মান্তিক ভিডিও ক্লিপ। নেই এখানে বালিশ চাপা কান্নাকরা মেয়েদের সেই নির্বাক ছবিগুলো।
শুনেছি পাবনাতে মানসিক হাসপাতালে নাকি #ধর্ষণাগার নামের একটি কক্ষ খোলা হচ্ছে। সেখানে থাকবে এসব ধর্ষণে আক্রান্ত অপবিত্র সমাজ থেকে ধিক্কৃত মেয়েগুলো। বাহ!! কি চমৎকার আইডিয়া এদেশের উন্নত মাথাওয়ালা ব্যক্তিদের মাথায়।আইনের দোহাই দিয়ে খালি ফেসবুকে পোস্ট করা বান্দাদের কাতারে পরতে চাইনা। চাই এর একটা সুষ্ঠ সমাধান।
মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন এরা ভি আই পি সিকুরিটি চায় না এদেশের মেয়েরা একটু সাধারণ নিরাপত্তা চায়। ধর্ষনের আইন কঠোর হোক সাথে নিরাপত্তাটাও যেনো কঠোর হয়।
#Stop_Rape!!!
#Stop_Rape!!!