দেশের কখন কোথায় ঈদের জামাত......

দেশের বিভিন্ন স্থানে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা জানাচ্ছেন ইত্তেফাক প্রতিনিধিরা : চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরীর ৪১ ওয়ার্ডে ১৬৬ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র হাফেজ মাওলানা আহমদুল হক। চসিক সূত্র জানায়, বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদিঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮ টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া ৮ টায়। খুলনা : আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় খুলনা টাউন জামে মসজিদে। প্রতিকূল আবহাওয়ায় টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও প্রধান জামাত, সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ১০টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। একই আবহাওয়ায় কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অন্যদিকে বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া কামিল মাদরাসা জামে মসজিদ, নিউ মার্কেটস্থ বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্স, খালিশপুর ঈদগাহ ময়দান, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (দ্বিতীয় ফেজ), বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহাননগর খালাসী মাদরাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্য মসজিদ ও ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জামাত। রাজশাহী : হজরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে একই সময়ে হজরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে একাধিক জামাত। নগরীতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নওদাপাড়া আমচত্ব্বর আহলে হাদিস মাঠে। এ ছাড়া সকাল ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে জামাত। সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঁঠালবাড়িয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচণ্ডি বুধপাড়া ঈদগাহ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ এবং তালাইমারি বাজার ঈদগাহে অনুষ্ঠিত হবে জামাত। একই সময় কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার বাঘায় ঐতিহাসিক শাহী মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।   রংপুর : প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে সকাল ৯টা ও সাড়ে ৯টায়। এ ছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহে ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। রংপুর মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
সুত্র, ইত্তেফাক

SHARE THIS
Previous Post
Next Post