সরকারি চাকরিতে আসছে নতুন উদ্যোগ......

সরকারি চাকরিতে স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপ টেস্ট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শিগগিরই সরকারি পর্যায় থেকে এ সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি বলেন, তরুণরা আমাদের কর্মশক্তি। কিন্তু মাদকের কারণে তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তরুণ নয় বিভিন্ন বয়সী পেশাজীবী মানুষের মধ্যে বাড়ছে মাদক গ্রহণের প্রবণতা। তাই মাদক বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সরকারি চাকরিতে ডোপ টেস্ট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপ টেস্টকেও অন্তর্ভুক্ত করা হবে। এতে সরকারি চাকির প্রত্যাশীর ডোপ টেস্ট ফলাফল নেতিবাচক হলে চাকরির জন্য সে অযোগ্য বলে বিবেচিত হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে মাদক সেবনের প্রবণতা কমবে বলে মন্তব্য করেন তিনি।

SHARE THIS

Author:

Previous Post
Next Post