পরিবর্তন চাই ২০১৮

জেলা প্রতিনিধি ...আহমেদ সুফিয়ান
১৫/০৯/২০১৮ ইং
 পরিবর্তন_চাই ।

এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় সিলেটও  'দেশটাকে পরিষ্কার করি' দিবস ২০১৮ উদযাপিত।
 পরিবর্তন চাই এর উদ্যোগে দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে সিলেট নগরীর ক্বীন ব্রীজ থেকে সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছয়টি পয়েন্টে সংগঠনের কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন।‘পরিবর্তন চাই’ নামক সংগঠনের কর্মীরা পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, বোতল প্রভৃতি জিনিস কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন। এসময় তারা পথচারী ও সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানান। ময়লা-আবর্জনা যাতে ডাস্টবিনে ফেলা হয়, সে বিষয়ে উদ্বুদ্ধ¦ করেন তারা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সমাপনী অনুষ্ঠানে পরিবর্তন চাই-এর সিলেট জেলা কমান্ডার আতিক রহমানের সঞ্চালনায় বিভাগীয় সমন্বয়ক বাদশা মিয়া সিটি করপোরেশনের মেয়রের উদ্দেশ্যে স্মারকলিপির মূল অংশ পাঠ করে শোনান। এই স্মারকলিপি মেয়রের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন আমেরিকান কর্ণার সিলেট-এর পরিচালক মোস্তফা কামাল প্রমুখ।কর্মসূচীর উদ্ভোদন শেষে শপথ বাক্য পাঠ করা হয়।
কর্মসূচীতে সিলেট জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post