25 SEPTEMBER 2018
বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় জনসচেতনতা জন্য লিফলেট বিতরণ।
পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির'
সারাদেশের ন্যায় নিরাপদ সড়কের দাবীতে জকিগঞ্জ উপজেলার বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় ২৫শে সেপ্টেম্বর লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
শ্রেনিভিত্তিক আলোচনা সভা সচেতনতামুলক কার্যক্রমে অংশ নেয়। এতে মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকসহ এলাকার বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করে।