বিভাগীয় শহর সিলেটেও পালন করা হবে দেশটাকে পরিষ্কার করি দিবস- ২০১৮






পরিবর্তন চাই ট্রাস্ট সারা দেশব্যাপী ৪র্থ বারের মতো “দেশটাকে পরিষ্কার করি” দিবস পালন করতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর রোজ শনিবার। মূলত এই প্রতীকী পরিষ্কার পরিচ্ছন্নতার আন্দোলন হলো, ঐদিন আমরা আমাদের মাধ্যমে যে ময়লা গুলো হয়ে থাকে, যা পরিবেশে বিনষ্টের জন্য দায়ী যেমনঃ কলার খোসা, বাদামের খোসা, পলিথিন জাতীয় প্রভৃতি সেগুলো পরিষ্কার বা রাস্তা থেকে তুলে ডাস্টবিনে রাখবো এবং মানুষকে বুঝাতে চেষ্টা করবো যাতে এইগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন।দেশব্যাপী ১৬৪ জায়গায়(জেলা ও উপজেলায়) প্রায় লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার এই সচেতনতামূলক বৃহৎ ইভেন্ট পরিচালিত হবে। কিং ব্রিজ   সমবেত হয়ে, শহিদ মিনার চৌহাট্টায় অভিযান পরিচালিত হবে।
চৌহাট্টায়  সমাপনী অনুষ্টানের মাধ্যমে ইভেন্ট সম্পন্ন হবে।
 আপনিও অংশ নিতে পারেন এই জনসচেতনতার বৃহৎ আয়োজনে।আসুন আমরা আমাদের দেশের জন্য কাজ করি, নিজের জন্য কাজ করি। পরিষ্কার পরিচ্ছন্নতার এই আন্দোলনকে সফল করি এবং শপথ করি, “চারিপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই।”

যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ
আতিক রহমান, সিলেট জেলা কমান্ডার
+৮৮০১৯২৩৮২১১৯৯
মোঃ বাদশা মিয়া, সিলেট বিভাগীয় সমন্বয়ক
+৮৮০১৭১৪৯৫৭৩১৭
#সংগৃহিত








SHARE THIS
Previous Post
Next Post