জেলা প্রতিনিধি
18 OCTOBER 2018
প্রশ্নফাঁস প্রমাণিত হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বুধবারের মধ্যে বাতিল না করলে আবারো আন্দোলন করার কথা জানিয়েছেন কোতা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাদাহারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন।
তিনি কোটা আন্দোলনের গ্রুপে লিখেছেন, 'আজকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে, পূনরায় পরীক্ষা নিতে হবে। নয়ত ছাত্র সমাজ আবার রাজপথে নামবে। অন্যায়ের সাথে কোন আপোষ নয়। বাচাঁও ঢাকা বিশ্ববিদ্যালয়'।
এদিকে কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ জানিয়েছেন, প্রশ্নফাঁসের প্রতিবাদে আমরণ অনশনরত আক্তারের সাথে আজ বুধবার বিকাল ৪ টায় রাজু ভাস্কর্যে "সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ" সংহতি প্রকাশ করবে। সেখানে সবাই আসার আহ্বান জানানো হয়েছে।
যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন দুপুরে অনশনকারী শিক্ষার্থীর সাথে সংহতি জানিয়ে এসেছেন। তিনি বলেন, 'আকতার হোসেন কোন নাম নয়, সে যেন প্রতিবাদের জলন্ত বারুদ!এই বারুদের আওয়াজ কি ঢাবি প্রশাসনের কানে বাজে না?'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার (১৬ অক্টোবর)। এতে ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছেন বলে স্বীকার করেছেন ঢাবি ভিসি।
Author: Ahmed sufi
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments