জেলা প্রতিনিধি
06 SEPTEMBER 2018
বারহালে সিএনজি চাপায় স্কুলছাত্রীর মৃত্যু:বিক্ষুদ্ধ ছাত্রজনতার সড়ক অবরোধ
----------
অদ্য শনিবার দুপুর ১২টার দিকে একটি সিএনজি ব্রেক ফেল করে এক স্কুল ছাত্রীকে চাপা দিলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত স্কুল ছাত্রী সুহানা(৫) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নুননগর দিঘীর পাড় গ্রামের আছার আলীর কন্যা। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেনীর ছাত্রী। জানা যায়, দুপুর ১২টার দিকে কানাইঘাটগামী একটি সিএনজি ব্রেক ফেল করে শাহবাগ-নুননগর পার্শ্ববর্তী রাস্তায় পড়ে যায়। এসময় নিহত স্কুল ছাত্রী এখানে দাঁড়ানো অবস্থায় গাড়িটি তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে কানাইঘাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এদিকে স্কুল ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে এলাকার ছাত্রজনতা বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা শাহবাগ-কানাইঘাট রাস্তা অবরোধ করে রাখে। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুদ্ধ ছাত্রজনতা সড়ক অবরোধ করে রাখছে এবং চালকের শাস্তির দাবীতে নানা শ্লোগান দিচ্ছে।।
Author: Ahmed sufi
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments