জেলা প্রতিনিধি: মাহবুব আহমেদ
09 SEPTEMBER 2018
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর উদ্দ্যোগে বস্ত্র বিতরণ সম্পন্ন।
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর উদ্দ্যোগে ০৮ সেপ্টেম্বর ২০১৮ ইং রোজ সোমবার বিকেলে সিলেট সদরের পীরের বাজারস্থ কুলাউটি গ্রামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রায় শতাধিক অসহায় দুস্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান মোঃ মুহিতুর রহমান রনি'র পরিচালনায় বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় পদকপ্রাপ্ত ক্রীড়া ব্যাক্তিত্ব রনজিত দাস, নাট্য সংগঠক রীমা দাস, এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান সিপি রাজীব দাস রুপম, এসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি ফয়ছল করীম মুন্না,রোটারিয়ান পিপি মিয়া মোঃ শাহজাহান,প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জাহাঙ্গির আসাদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ কামরুজ্জামান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান তারেক আরাফাত প্রমূখ।
Author: Ahmed sufi
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments