চতুর্থ শ্রেনিতে পড়ুয়া ১১বছরের শিশু মোঃ আব্দুল আহাদ বাঁচতে চায়.........



নিজস্ব রিপোর্টার 
চতুর্থ শ্রেনিতে পড়ুয়া একজন ভ্যান চালকের সন্তান ১১বছরের শিশু "
মোঃ আব্দুল আহাদের "হার্টে ছিদ্র "অপারেশনের জন্য নিজের ছোট ভাই ভেবে সবার কাছে অনুরোধ করছি কমপক্ষে ১০টাকা সাহায্য চাচ্ছি এবং দয়া করে ১টাকা দিতে না পারলেও কমপক্ষে পোস্টটি শেয়ার করে সহযোগীতা করুন।
মোঃ আব্দুল আহাদের বয়স ১১বছর।পিতা:- মোঃ খোকন মিয়া,সাং বন্ধন বি/১৩,খাসদবীর,সিলেট,এলাকার অধিবাসী। আব্দুল আহাদ কিছুদিন পূর্বে বুকে ব্যাথার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিশেসজ্ঞ ডাক্তার ঢাকা হার্ট ফাউন্ডেশন এর ডাঃ ফারুক আহমেদ ও Universal Cardiac Hospital এর চীফ সার্জন ডাঃ নাসির উদ্দিন আহমেদ কে দেখানো হলে তাহার বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করানোর পর রিপোর্ট গুলাতে দেখা যায় হার্ট এ একটি ছিদ্র (Atrial septal defect)। যাহা আব্দুল আহাদ কে বাঁচানোর জন্য অপারেশন করানো ছাড়া আর কোন বিকল্প নেই।এবং অপারেশন বাবদ "৫থেকে ৬লক্ষ "টাকা লাগবে।কিন্তু এত টাকা একজন ভ্যান চালকের পক্ষে ব্যবস্তা করা কোন ভাবেই সম্ভব নয়।আব্দুল আহাদের বাবা ভ্যানে করে বিস্কুট, নিমকি,ইত্যাদি মুদির জিনিষ বিক্রি করেন সিলেটের মদিনা মার্কেট সহ বিভিন্ন জায়গায় এবং দিন শেষে যা উপার্জন করেন তা দিয়ে পরিবার চালিয়ে নেন। উনি অনেক আশা নিয়ে আমার কাছে এসে ছেলের জীবন বাঁচানোর জন্য চিকিৎসার সাহায্য চাচ্ছেন হাত জোর করে।।আমি সেইরকম কোন স্বাবলম্বী এখনও হতে পারিনি তাই আলাপ করলাম Sagor Nandi ভাই এর শাতে। আলাপ করে উনাকে পাটিয়ে দিলাম সাগর ভাই এর কাছে আর উনাকে বলি আমরা মানুষের কাছ থেকে যতটুকু পারবো ততটুকু সাহায্য করে অপারেশন করাবো বলে একটু সাহস দিয়েছি।তাই আব্দুল আহাদের বাবা আমাদের উপরে অনেক বড় আশা নিয়ে চেয়ে আছেন হয়তো অপারেশনের টাকা আমরা ব্যবস্তা করে দিতে পারবো এবং উনার সন্তান কে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারবো।আপনাদের একটু সহযোগীতা পেলে তার অপারেশন করাতে পারবো,,যত তারাতাড়ি সম্ভব তার হার্টের অপারেশন করাতে হবে বলে ডাক্তার বলে দিয়েছেন,তাই টাকার কোন ব্যবস্তা না করা গেলে অপারেশন করানো কোন ভাবেই সম্ভব না,,আপনারা চাইলে আব্দুল আহাদ কে এসে দেখে যেতে পারেন এবং সব কিছু দেখার পর আর্থিক সহযোগীতা করে যেতে পারেন,,আব্দুল আহাদ আমার আপন বা আমার প্রতিবেশিও না তারপরও আমরা চেষ্টা করছি তাকে সাহায্য করার নিজের ছোট ভাই ভেবে,, আপনারাও যদি এইরকম একটু ভাবেন তাহলে হয়তো আব্দুল আহাদ নতুন জীবন ফিরে পাবে,যেকোন তথ্যর জন্য আপনারা আমাকে কল দিতে পারেন ০১৭১৪৫২৭৯৯৪ (আহমেদ সুফিয়ান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ০১৭২২০৮৯৮৫১ Sagor Nandi ভাই অথবা তার বাবার(খোকন মিয়া) উনার সাথে যোগাযোগ করতে পারেন (০১৭০৬৩৮৪৭৯৪)
আব্দুল আহাদ কে আর্থিক সাহায্য পাঠাতে পারেন নিচের বিকাশ ও ব্যাংক একাউন্টে বিকাশ : 01722089851 (পার্সোনাল)
01789493117 (পার্সোনাল)
01725473677 (পার্সোনাল) 01912384068(পার্সোনাল)
ব্যাংক একাউন্ট নং:
Lotifa khatun
0491120041701
Al-Arafah Islami Bank Limited, Amberkhana Branch,Sylhet
অগ্রিম ধন্যবাদ।



SHARE THIS
Previous Post
Next Post