নবীগনজ উপজেলা তালামীযের স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবিগঞ্জ প্রতিনিধিঃঃ আবুল কাসেম চয়ন
 11 NOVEMBER 2018

নবীগনজ উপজেলা তালামীযের স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চারিএিক গুনাবলি ও যোগ্যতা অর্জনের মাধ্যমে কর্মীদের ময়দানে কাজ করতে হবে
--হুমায়ূনুর রহমান লেখন
-------------------------------------------
বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন বলেন,প্রশিক্ষিত কর্মী সদস্যদের বিকল্প নেই।কর্মীদের উওম ব্যবহারে মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে হবে,তিনি অারো বলেন,অাদর্শবান নাগরিক গঠনে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে।


তিনি ১০ নভেম্বর ২০১৮ শনিবার,বিকাল ৩ টায় নবীগনজ শাহজালাল (র.)-দাখিল মাদরাসা অডিটোরিয়ামে বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া,নবীগনজ উপজেলা কর্তৃক কেন্দ্র ঘোষিত অংশ বিশেষ স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন,উপজেলা তালামীযের সভাপতি অাহমাদ অাদিল অাল জাবের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সাহিদ অালম-এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ অানজুমানে অাল ইসলাহ'র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা এম.হাসান অালী,অফিস সম্পাদক মাওলানা অাতাউর রহমান,প্রধান বক্তার বক্তব্য রাখেন,বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো.অাব্দুল মুহিত রাসেল,কেন্দ্রীয় সদস্য মো.তৌরিছ অালী,হবিগনজ জেলা সভাপতি মো.মুবাশ্বির হোসাইন চৌধুরী,সিলেট মহানগরী সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন,কেন্দ্রীয় অাল ইসলাহ সদস্য মাওলানা এম.এ নূর,হবিগনজ জেলা তালামীযের সহ-সভাপতি জালাল উদ্দিন মো.ধন মিয়া,সিলেট প্রাইভেট ইউর্ভাসিটি জোন তালামীযের সাবেক সহ-সভাপতি মো.অাবুল কাশেম চয়ন,সিলেট মহানগরী সাংগঠনিক সম্পাদক মো.অাতেকুর রহমান সাকের,হবিগনজ জেলা তালামীযের অফিস সম্পাদক মো.সাইদুর রহমান,নবীগনজ উপজেলা অাল ইসলাহ সভাপতি মাওলানা এম.এ ছবুর,নবীগনজ পৌর সদস্য সচিব মাওলানা ইব্রাহীম  ইউসুফ,মাওলানা মোহাম্মদ অাব্দুছ ছালাম,মাওলানা নুরুল ইসলাম,মাওলানা কুতুব উদ্দিন খান,মাওলানা অাব্দুল লতিফ চৌধুরী নানু,অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,নবীগনজ উপজেলা তালামীযের সহ-সভাপতি মো.শামসুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাক্কির হোসেন মিলাদ,মো.জাহেদ হাসান জীবন,সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর অালম,সহ-সাংগঠনিক সম্পাদক মো.ফয়েজ অাহমদ,শেখ এম.মোজাহিদ অাহমদ,অর্থ সম্পাদক তালুকদার অাবুল হায়াত রুহিন,নবীগনজ পৌর তালামীযের সভাপতি মো.জহিরুল ইসলাম রাহুল,সাধারণ সম্পাদক শাওরিয়ার অাহমদ শাওন,নবীগনজ বিশ্ববিদ্যালয় কলেজ এর সভাপতি মো.শামীম অাহমদ,সাধারণ সম্পাদক মো.অাব্বাছ উদ্দিন চৌধুরী প্রমূখ।

SHARE THIS

Author:

Previous Post
Next Post