বারহালে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত

জেলা প্রতিনিধি
01 JANUARY 1019
------
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় অদ্য মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় সমূহের মধ্যে বিনামূল্যের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।  এ উপলক্ষ্যে ২নং খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী নাবিলুর রহমানের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  সাংবাদিক এখলাছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য বাবলু চৌধুরী, ইউপি সদস্য সুলেমান আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নুল হক, সহকারী শিক্ষিকা রাশেদা বেগম, তাহমিনা বেগম প্রমুখ। এদিকে পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে এক বই উৎসবের আয়োজন করা হয়। বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ইউপি সদস্য কহেল চৌধুরী, আলেক আহমদ, আব্দুস সোবহান প্রমুখ। বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের মহিলা সদস্যা নারী নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ চৌধুরী, আকরম আলী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। বারহাল গাউছিয়া দাখিল মাদরাসায় বই উৎসবের উদ্বোধন করেন মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ। এসময় মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ছাড়াও মাদরাসার শিক্ষক -শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরকায়স্থ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যখিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চককোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফিকুল হক চৌধুরী-আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মখদ্দস-মাজেদা চৌধুরী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি ও মাধ্যমিক বিদ্যালয়গুলো পাঠ্যপুস্তক উৎসব পালন করে।


SHARE THIS

Author:

Previous Post
Next Post