17 FEBRUARY 2019
জেলা প্রতিনিধি আবুল কাসেম চয়ন
উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, উস্তাজুল মুহাদ্দিসীন ওয়াল মুফাসসিরীন, রইছউল ক্বোররা, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহ. এর ইছালে সাওয়াব মাহফিল গতকাল ১৬ ফেব্রুয়ারি শনিবার সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হয়।
আল কুরআন মেমোরাইজিং সেন্টারের ছাত্র হাফিজ সুলতান আহমদের সুরা ইয়াসিন শরীফ তেলাওয়াত ও টিভি গেইট মোহাম্মদিয়া দাখিল মাদরাসার ছাত্র মোছাদ্দেক আহমদের নাতে রসুল পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী আল্লামা ছাহেব কিবলা রহ. এর জীবদ্দশায় ইসলামের বহুমুখী খেদমতের স্মৃতিচারণ করে বলেন, তিনির একান্ত মেহনতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ঈমান তাজা হয়েছে। তারা ইনসানে কামিল হওয়ার সুভাগ্য অর্জন করেছে।
সুতরাং ভালো মানুষ হওয়ার জন্য আউলিয়া কেরামদের সান্নিধ্যে আসা একান্ত প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আউলিয়ায়ে কেরামদের মেহনতের মাধ্যমে যুগে যুগে মুসলমানরা ইসলামের সঠিক আক্বিদার শিক্ষা পেয়েছেন। তাই সকল আলেম উলামাদেরকে ইসলামের সঠিক আক্বিদা তথা আহলে সুন্নাত আল জামাতের আক্বিদা কুরআন-হাদীসের আলোকে সাধারণ মুসলমানদের কাছে তুলে ধরতে হবে।
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন লতিফিয়া ইসলামিক পরিষদের উদ্যোগে আয়োজিত এবং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মোঃ মকন মিয়া’র সভাপতিত্বে ও হাফিজ জিয়াউল ইসলাম মুহিত এর পরিচালনায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মুফতী বেলাল আহমদ, মাওলানা মুজিবুর রহমান ভাদেশ^রী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মাওলানা কারী গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মাওলানা আব্দুর রকিব, টিভি গেইট মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, মোঃ আলমগীর হোসেন, মাহবুব আহমদ, কাজী বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল মুমিন, আলহাজ¦ শফিকুর রহমান, মোঃ আমিরুল ইসলাম এবং লতিফিয়া কারী সোসাইটি, লতিফিয়া ইমাম পরিষদ ও ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি