শিরোপা জিতলো সাইলেন্ট কিলার গোলাপগঞ্জে আরপিএল’র ৮ম আসরের7



জেলা প্রতিনিধি আহমেদ সুফিয়ান
11 MARCH 2019

 গোলাপগঞ্জে রানাপিং প্রিমিয়ার লীগ (আরপিএল)’ র  ৮ম আসরের ফাইনাল খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাইলেন্ট কিলারের দলীয় অধিনায়ক রাব্বি। উদ্ভোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করা অপু ও ছালিম দুজনেই সুবিধা করতে পারেন নি।


অপরদিকে বোলার ইয়ামিনের ভালো বোলিংয়ের কারণে ৩ ওভারেই সাইলেন্ট কিলারের ২ উদ্ভোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান।ফলে অনেকটা চাপে পড়ে যায় সাইলেন্ট কিলার। কিন্তু,সাইলেন্ট কিলারের দলপতি রাব্বি ও রাজুর দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে চাপ থেকে মুক্তি পায়। 


দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দলীয় অধিনায়ক রাব্বি এবং এনায়েত করেন ২৬রান।ফলে ১৬ওভার শেষে সাইলেন্ট কিলারের দলীয় সংগ্রহ ১৩৪রান ৫উইকেটের বিনিময়ে।অন্যদিকে, রাণাপিং ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট সংগ্রহ করেন ইয়ামিন। 


১৩৪রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাণাপিং ওয়ারিয়র্স এর ব্যাটসম্যানরা সাইলেন্ট কিলারের বিধ্বংসী বোলিংয়ের কাছে অনেক টা আত্নসমর্পণ সাজঘরে ফিরে যান।বোলার সাহিদ এবং অপুর অসাধারণ বোলিংয়ের ফলে প্রথম ৩ ওভারে মাত্র ২ রানে ৪উইকেট হারিয়ে ফেলে রাণাপিং ওয়ারিয়র্স।

 

SHARE THIS
Previous Post
Next Post