সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মধ্যে "৫ টেখার ইফতার" ৩য় ইভেন্ট সম্পন্ন।6
সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মধ্যে "৫ টেখার ইফতার" ৩য় ইভেন্ট সম্পন্ন।
জেলা প্রতিনিধি
22 MAY 2019
সৌহার্দ্যের বন্ধনে মানবতার জয়"
মেঘলা আকাশ ও বৃষ্টি ভেজা দিনে থেমে থাকে নি স্বেচ্ছাসেবকরা। যাদের উদ্দেশ্যে ছিল "৫ টেখার ইফতার" ইভেন্টের ৩য় দিনে ইফতারের আগে সিলেট নগরীর শত মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া। শত বাধার মুখামুখি হয়েও বিকেলে বৃষ্টি শেষে পৌঁছে দিয়েছেন ইফতারের খাবার।
পবিত্র সিয়াম সাধনার মাসে সুবিধাবঞ্চিত রোজাদার ও অসহায় মানুষদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার পাশাপাশি দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধাবঞ্চিত রোজাদারদের নিয়ে "৫ টেখার ইফতার"আয়োজন।
"৫ টেখার ইফতার" ইভেন্টের ইফতার বিতরণ নগরীর উপশহর পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্ট বিতরণ করা হয় যেখানে ৫ টাকার সম্মানী মূল্যের প্রতি গুরুত্বারোপ না করে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ভালো মানের ইফতার তুলে দেওয়া হয়।
উক্ত ইভেন্ট থেকে প্রাপ্ত আয় সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে "ঈদের খুশিতে শিশুরা" (সিজন ১) এর ঈদ বস্ত্র বিতরনে ব্যবহৃত হবে। ৩য় ইভেন্টে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার আন্তর্জাতিক বিষয় সম্পাদক রাসেদ হোসেন খান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আফজাল রেজাউল হক প্রমুখ।
#Team5TakaIfter