সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দীন এর পক্ষ থেকে ঈদ বার্তা।
জেলা প্রতিনিধি
30 MAY 2019
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দীন এর পক্ষ থেকে ঈদ বার্তা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট বিভাগ ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দীন।
এক মাস সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ খুশি, উৎসব, আনন্দ। আর ফিতর অর্থ ফাটল, চির, ভাঙন, ভাঙা। ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙার পর্ব বা উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর নির্দেশে এ দিনে রোজা ভাঙা হয় বলে এ দিনটির নাম ঈদুল ফিতর। মূলত ঈদ শব্দটি আরবি আওদুন মূলধাতু হতে এসেছে।
এর অর্থ ফিরে আসা, বারবার আসা। আর ফিতর মানে ভঙ্গ করা। যেহেতু ঈদুল ফিতর প্রতি বছরই যথাসময়ে আমাদের মাঝে বারবার ফিরে আসে এবং যেহেতু এ দিনটিতে আমরা একটি মাসের শৃঙ্খলা তথা সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় সম্ভোগে লিপ্ত না হওয়ার যে বিধান ছিল তা ভঙ্গ করি বলে এদিনটিকে ঈদুল ফিতর বলা হয়েছে।
Author: মানবসেবা
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments 1
- Facebook Comments