মিরাজের অসাধারণ ক্যাঁচে ভাঙল ইংলিশ জুটি

জেলা প্রতিনিধি
08 JUN 2019

 বিশ্বকাপের দ্বাদশ আসর বেশ রোমাঞ্চ ছড়ানো শুরু করেছে। মিশনের তৃতীয় ম্যাচে আহত ব্রিটিশ সিংহের সামনে উদ্দীপ্ত টাইগার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা। ওপেনিং জুটিতে শতক পার করে ইংলিশরা। তবে মিরাজের অসাধারন ক্যাঁচে ভাঙল ওপেনিং জুটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রান। জেসন রয় ৭৪*, জো রুট ০ *।

রোববার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাটে আসেন ইংলিশ ওপেনার জেসন রয় ও জনি ব্রেয়ারস্ট্রো। ওপেনিং জুটিতে বেশ ভালো ভাবেই গেড়ে বসেছে ইংলিশরা। তুলে নিয়েছেন দলীয় শতক। জেসন রয় তুলে নিয়েছেন ব্যক্তিগত ১৬ তম অর্ধশত। জনি ব্রেয়ারস্ট্রো তুলে নেন নিজের ২১ তম অর্ধশত।

১৯ তম ওভারে রাউন্ড দ্য উইকেটে মাশরাফীর কিছুটা লাফিয়ে ওঠা বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন বেয়ারস্টো। তবে বল তার ব্যাটের কোনায় লেগে উঠে যায় অফ সাইডে। কিছুটা সামনে দৌড়ে গিয়ে শর্ট কাভারে সামনে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নেন মিরাজ। আর এতেই ভাঙে ইংলিশের ওপেনিং জুটি। ফেরার আগে ১২৫ রানের পার্টানারশিপ গড়নে জেসন রয় ও জনি ব্রেয়ারস্ট্রো। ঘরে ফেরার আগে ৫১ রানের এক ইনিংস উপহার দেন জনি ব্রেয়ারস্ট্রো।

অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে টিম বাংলাদেশ। এদিকে বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তিন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। মঈন আলীর জায়গায় সুযোগ পেয়েছেন আদিল রশিদ।

SHARE THIS
Previous Post
Next Post