ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।



জেলা প্রতিনিধি ঃ কাশেম খান
20 JULY 2019


 গত ১৯ জুলাই শুক্রবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দিন বলেন। ধর্ষন ও নারী নির্যাতন রম্নখতে দেশে ব্যাপক প্রচারণা চালানো এবং সব মানুষকে একত্রে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।


নারী ও মেয়েশিশু নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। যৌতুক, ধর্ষন, পারিবারিক কলহ, অ্যাসিড নিক্ষেপ, হত্যা, মারধর সহ বিভিন্ন কারণে নারীরা নির্যাতনের শিকার হয়।
এসব অপতৎপরতার প্রবনতা দিন দিন বেড়ে চলছে। নারীদের নানা ভাবে উত্ত্যক্ত করে মানসিক নির্যাতন করা হচ্ছে। আর এর কারনে অনেক নারী আত্মহত্যা করছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি হুসেইন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক সাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ মোঃ ইসলাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর সভাপতি আবু সালেহ ইয়াহিয়া ও সিলেট জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ আবু সুফিয়ান।

এতে বক্তব্য রাখেন শেখ নুরুল ইসলাম খালেদ, সোহেল আলম চৌধুরী, মোবাশিরা পারুল, এনাম আহমদ, গিয়াস উদ্দীন, পারভীন আক্তার, পারুল বেগম, সাইদুল আলম সোহান,জুনেদ আহমদ,তপন পাল,ওমর, জাকির হোসেন, নাজমুল ইসলাম,রুবেল আহমহ প্রমুখ।

SHARE THIS
Previous Post
Next Post