আবরার জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাঈদুল আলম সোহান


09 OCTOBER 2019

জেলা প্রতিনিধি
Iনিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নির্মমতার বলি হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থার পর্যালোচনা এবং হত্যাকারীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগর যুগ্ম শাখার সাধারণ সম্পাদক সাঈদুল আলম সোহান।

প্রসঙ্গত, রবিবার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বরাতে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, হাতে, পায়ে ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ভোঁতা কিছু দিয়ে পেটানোর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আবরারের।
পুলিশ ইতোমধ্যে বুয়েট ছাত্রলীগের ১২ নেতাকে আটক করেছে এবং ওই হলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সোমবার রাতে মোট ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ।

SHARE THIS
Previous Post
Next Post