জকিগঞ্জের বারহালে ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন


আহমেদ সুফিয়ানঃ 
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্প,ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্যে অবস্থানরত জকিগঞ্জের রত্নগর্ভা সন্তানদের নিয়ে গঠিত যুক্তরাজ্য ভিত্তিক জনকল্যাণমূলক সংস্থা জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এবং বারহাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জাকির আহমদ চৌধুরী'র পিতার নামে গঠিত জনসেবা মূলক সংস্থা লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে অদ্য ৩ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী ২৬ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দেড় হাজারেরও অধিক গরিব ও অসহায় রোগীদের প্রদান করেন। পাশাপাশি সন্ধানী ব্লাড ব্যাংক সিলেট এর মাধ্যমে সহস্রাধিক নারী পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ ডায়বেটিস পরিক্ষা করা হয়।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মাস্টার ছাদিকুর রহমান চৌধুরী'র যৌথ সঞ্চালনায় বারহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ কমিউনিটি পুলিশিং বারহাল ইউনিয়ন শাখার আহবায়ক সুমন আহমদ চৌধুরী'র শুভেচ্ছা বক্তব্য ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি শিরওয়ান আহমদ চৌধুরী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে নিজের অভিমত ব্যক্ত করেন,সীমেন্তীকের চীফ পেট্রন, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আল কবির,সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ,সিলেট জেলা পরিষদের সদস্য নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী,সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোভেল,শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ,বারহাল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল্লাহ আহমদ চৌধুরী,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছদিওল আকরম আলী ও ফারুক আহমদ, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক এখলাছুর রহমান,দৈনিক যুগান্তর জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি আল হাসিব তাপাদার,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,বারহাল কমিউনিটি পুলিশিং বারহাল শাখার সদস্য, বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ,বারহাল ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছদিওল হোসাইন আহমদ,বারহাল যুবলীগ নেতা শামিম আহমদ,ছাত্র ঐক্য যুব পরিষদ জকিগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ ভোলন দেব পার্থ,ডাঃ সুলেমান আহমদ চৌধুরী, ডাঃ এম এ রউফ সাহেদ।
অভিব্যক্তি প্রকাশকালে বক্তারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল আয়োজনের জন্য সুমন আহমদ চৌধুরী'র নেতৃত্বে গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবক দলের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন আহমদ,ছদিওল মাছুম আহমদ,মাছুম আহমদ,লায়েক আহমদ,শারওয়ার আহমদ,মাসুক আহমদ,আহমদ আল ফরিদ,সিনওয়ান আহমদ,ছাদেক আহমদ চৌধুরী,তামভির আহমদ প্রমুখ।

SHARE THIS
Previous Post
Next Post