মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
সিলেটের বিয়ানীবাজার রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মার্চ) বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে ফ্রেন্ডস ওয়েলফেয়ার এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি।
কর্মসূচিতে প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ইফতাদ চৌধুরী
জানান, রক্তদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টির লক্ষে ফ্রেন্ডস ওয়েলফেয়ার এন্ড
ব্লাডডোনেশন সোসাইটি কাজ করছে। আগামি বৃহস্পতিবার উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এসময় আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য
মাওলানা জুবের আহমদ, নুরুল মাহমুদ, ফ্রেন্ডস ওয়েলফেয়ার এন্ড ব্লাডডোনেশন
সোসাইটির সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
সুত্রঃ- sylhettoday24