সৈয়দ নাবীব আলী কলেজ,আলীনগর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

সিলেটের বিয়ানীবাজার সৈয়দ নবীব আলী কলেজ এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  (০৩ জানু) বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সৈয়দ নবীব আলী কলেজ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে ফ্রেন্ডস ওয়েলফেয়ার এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি।
কর্মসূচিতে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংঘটন এর এডমিন জানান, রক্তদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টির লক্ষে ফ্রেন্ডস ওয়েলফেয়ার এন্ড ব্লাডডোনেশন সোসাইটি কাজ করছে। তাদের মূল লক্ষ্য হল তারা অসহায় রুগিদের পাশে দাঁড়ানো, এই ক্যাম্পিং এর মাধ্যমে নতুন রক্ততাদা বের হবে। মূলত নতুন রক্তদাতার সন্ধ্যানে এই ক্যাম্পিং
জয় হউক মানবতায়,জয় হউক রক্তের ভাই বোনদের

SHARE THIS
Previous Post
Next Post