আপনি জানেন কি? রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না,....................................................


আপনি জানেন কি?
রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না,
শুধুমাত্র একজন মানুষই
পারে আরেকজন মানুষকে রক্ত দিয়ে বাঁচাতে।
কিন্তু দুঃখের ব্যাপার,
প্রতি বছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে
জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে।
বর্তমানে বাংলাদেশে প্রতি বছর
রক্তের প্রয়োজন মাত্র ৯ লাখ ব্যাগ।
অথচ জনবহুল এই দেশে
এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে।
রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে।
যদি আমাদের দেশের সকল প্রান্তের
পূর্ণবয়স্ক মানুষদের রক্তদানের প্রয়োজনীয়তা
এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়।
একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয়জনের মাঝে
সুস্থভাবে ফিরিয়ে আনা
থেকে আনন্দের আর কিছু হতে পারে না।
জরুরি রক্তের প্রয়োজনে
মুমূর্ষু রোগীদের পাশে থাকুন।
#আড়তমানবতার_সেবায়
#অসহায়দের_পাশে_ছিলাম_আছি_থাকব
জনসার্থেঃ
#বন্ধন__সামাজিক__সংগঠন

SHARE THIS
Previous Post
Next Post