মানবিক সাহাজ্যর জন্য আবেদন..... একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন।



















মানবিক সাহাজ্যর জন্য আবেদন..... একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন। একজন ডন্ডিস ও আলচার রুগে আক্রান্ত একজন মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আপদের সাহাজ্যর হাত বাড়ালে হয়তো ও মা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তিনি উসমানি মেডিকেল এর ৪ তালার ৬ নাম্বার ওয়ার্ডে ১২ নাম্বার বেড এ ভর্তি আছেন । রুগীর নাম নাসরীন বেগম স্বামীর নাম মনফর আলী। ওই মায়ের ৪ বছর এর একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে । আমরা ১০০/৫০/২০০/য়ে য়ত পারি সাহাজ্য করে ওই মায়ের পাশে দাড়াই। রেফারেন্স :আবিদ হোসাইন মাহরাজ আমি নিজে গিয়ে আমার পরিবার এর পক্ষ থেকে ১০০০০টাকা দিয়ে এসেছি এখন আপনাদের সাহাজ্য একান্ত জরুরী। চাইলে বিকাশ করতে পারেন 01788526114 পারসোনাল । রুগীর স্বামীর নাম্বার :017 7942 5591

SHARE THIS
Previous Post
Next Post