#একটি_মানবিক_সাহায্যের_আবেদন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার........................................


#একটি_মানবিক_সাহায্যের_আবেদন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শিংরাউলী গ্রামের মৃত মো: আব্দুস ছুবহান মিয়ার মেয়ে মোছা: তাসদিয়া তাবাচ্ছুম (উমরা)।বয়স ৯ বছর। কয়েকদিন আগে আগুনে পুড়ে ছোট্ট এই মেয়েটির শরীরের প্রায় ৪০ শতাংশ জ্বলে যায়।এখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।চিকিৎসকেরা বলেছেন শরীরের পুড়ে যাওয়া অংশে খুব শীঘ্রই সার্জারি করতে হবে এবং এতে প্রায় ২ লক্ষ টাকা খরছ হবে।কিন্তু পিতৃহীন তাসদিয়ার মায়ের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তিনি অসহায় হয়ে মেয়ের জীবন বাঁচাতে সমাজের সকল স্বহৃদয়বান,দয়াবান ও বিত্তশালী মানুষদের কাছে আকুল আবেদন জানিয়েছেন যে আপনারা দয়া করে অসহায় এই মেয়েটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।আপনার / আপনাদের ক্ষুদ্র প্রচেষ্ঠা ফিরিয়ে দিতে পারে ছোট্ট এই মেয়েটির জীবন।আপনাদের ১ টি পয়সা একজন মানুষের জীবনের সম্পত্তি হতে পারে। এমতাবস্থায়, সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ রইল অসহায় গরীব তাসদিয়ার পাশে একটু দাঁড়ান, আর্থিক সাহায্যের মাধ্যমে চিকিৎসার একটু ব্যবস্থা করে দিন।আল্লাহ আপনার/আপনাদের সহ-পরিবার এ উন্নতি ও কল্যাণ সাধন করেন।আপনি নিজে সাহায্য করুন এবং অন্যকে সাহায্য প্রদানে অনুপ্রাণিত করুন। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালি ব্যাংক লিমিটেড,শমসেরনগর শাখা। নাম:কল্পনা আক্তার একাউন্ট নং:০০২১০৭৭৬-৫ বিকাশ :০১৭৩৯৬৬৭৪৩৮ যোগাযোগ-০১৭৩৯৬৬৭৪৩৮ #প্লিজ_সবাই_সেয়ার করুন।।। (নম্বরগুলো মেয়েটির মায়ের)

SHARE THIS
Previous Post
Next Post