হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রক্তের অভাবে, ..............................


প্রতিদিন ই কারো না কারো রক্ত লাগছে,
প্রতিদিন ই কেউ না কেউ,,
হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রক্তের অভাবে,
----------------------------------------------------------------------
প্রতিদিন ই কেউ না কেউ রক্তের অভাবে মারা যাচ্ছে।
============================
ওরা খুব অসহায় অাপনি ১ টা দিন
সরকারী হসপিটালে গেলেই দেখতে পাবেন।
বাস্তবতা কত নিষ্ঠুর হয়!
অামি এমন ও দেখেছি ক্রসম্যাচিং
ও স্কিনিং এর জন্য যে ২৫০ টাকা লাগে
সরকারী হসপিটাল গুলোতে সেটা
অনেক গরীব রোগীর পহ্মে
ওই টাকাটা দেয়ার সার্মথ্য নেই।
একটা বার চোখ বন্ধ করে ভাবুন তো,
অাপনার মা/বাবা,ভাই
কিংবা বোন হাসপাতালে শুয়ে অাছে,
রক্তের অভাবে কাতরাচ্ছে হসপিটালে,
অাপনি রক্ত পাচ্ছেন না কোথাও,
কেমন লাগবে ভাবতে পারছেন কি??
অাজ অাপনি সুস্থ,
অাপনার পরিবারের সবাই সুস্থ।
কিন্তুু কাল যে ১ টা বড় রকম দুর্ঘটনা হবে না -
এর নিশ্চয়তা কি??
অাসলে, জোর করে কোন কিছুই হয় না।
সব কিছু নিজের ইচ্ছার কাছেই।
অাপনার ইচ্ছা থাকলেই
অাপনি ১ টি মানুষের উপকার করতে পারবেন,
এর জন্য চাই শুধু অাপনার ইচ্ছাশক্তি
অামি এতো কিছু বলছি,
এর মানে অামি নিশ্চয়ই বিপদে পড়েছি ভাবছেন।
জ্বি না ভাই,
অামার পরিবারের কারো
জন্য এখন পর্যন্ত রক্ত লাগে নি।
অামি সুস্থ অাছি,
কিন্তুু অামার অাশে পাশের অনেক মানুষ অসহায়।
নিজে সম্পূর্ণ সুস্থ হয়ে যদি এই অসহায়
মানুষদের জন্য কিছু করতে না পারি
তাহলে অামি জীবিত থেক ও মৃত ছাড়া কিছুই নই
এই সমাজে।
সবাইকে না পারি,
অন্তত ১ টি মানুষের তো
উপকার করতে পারি অামরা।
প্রতিদিন ১০০ টা রক্ত ম্যানেইজ করে
দিতে হবে এমন কোন কথা নেই।
অাপনি নিজে রক্তদান করুন,
অাশে পাশের সবাইকে
সেচ্ছায় রক্তদানে এগিয়ে অাসতে বলুন।
অাজ যদি অাপনি এগিয়ে অাসেন
তাহলে অাপনাকে দেখে পুরো
একটি সমাজ এগিয়ে অাসবে সেচ্ছায় রক্তদানে।
অাসুন প্রতিজ্ঞা করি,
অামরা নিয়মিত রক্তদান করবো।
কারো বিপদে এগিয়ে অাসবো।
একটু চেষ্টা করলেই
অামরা পারি সমাজটা বদলে দিতে।

SHARE THIS
Previous Post
Next Post