পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা


ক্রাইম প্রতিদিন : পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা, পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকবে।
জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।
সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এতদিন এ সেলে শুধু অফিস চলাকালে অভিযোগ গ্রহণ করা হতো, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে বলেও জানায় সংস্থাটি।

আরও পড়ুন.......
ট্রাফিক পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
ট্রাফিক পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
নাটোরে অপহরণের ২৪ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী তনু
নাটোরে অপহরণের ২৪ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী তনু
নিম্ন আদালতে ঐশীর মৃত্যুদণ্ড : হাইকোর্টে আপিল শুনানি শুরু
নিম্ন আদালতে ঐশীর মৃত্যুদণ্ড : হাইকোর্টে আপিল শুনানি শুরু
শেয়ার করে ক্রাইম প্রতিদিনের সঙ্গে থাকুন
#crime ptoridin.com

SHARE THIS
Previous Post
Next Post