বিয়ানীবাজারের এক তরুনীর.........




গত বৃহস্পতিবার গোলাপগঞ্জের দাড়ি পাতন এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতরভাবে আহতদের মধ্যে বিয়ানীবাজারের এক তরুনী নর্থ ইস্ট মেডিকেল কলেজে আইসিইউ তে চিকিৎসাধীন। আহত তরুনীর নাম রেহানা চৌধূরী (২১)। সে এমসি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস গ্রামে। তার পিতার নাম আরজ আহমদ চৌধুরী। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে আহত রেহানা দ্বিতীয়। দরিদ্র পিতা বিভিন্নভাবে সাহায্য নিয়ে সন্তানদের লেখাপড়া চালাচ্ছেন। কিন্তু এমতাবস্তায় রেহানার চিকিৎসার খরচ চালাতে পারছেন না। রেহানার কাজিন নাহিদ চৌধুরী জানান, ডাক্তাররা জানিয়েছেন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে যাওয়ায় রেহানার শ্বাসনালী, পাকস্থালীতে প্রচুর পরিমাণে কাদা, মাটি, ময়লা-আবর্জনার পানি প্রবেশ করেছে। এখন যদি ভালোভাবে চিকিৎসা করে ( শ্বাসনালী,পাকস্থলী পরিষ্কার) করা যায়, তাহলে এই ছোট দরিদ্র বোনটিকে বাঁচানো সম্ভব। কিন্তু রেহানার পরিবার অনেক দরিদ্র, তাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব।
তাই আসুন মানবতার পাশে দাড়াই। 
সাহায্যদানের জন্য বিকাশ নাম্বারঃ 01827-148327।



SHARE THIS
Previous Post
Next Post