সৌদি আরবে নির্যাতনের শিকার ৫ নারীকে দেশে ফেরত........

সৌদি আরবের নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পে আশ্রয় নেওয়া ৯ বাংলাদেশি নারী শ্রমিকের পাঁচজনকে দেশে পাঠানো হয়েছে।

ফিরে আসা পাঁচ নারী শ্রমিক হলেন- ঢাকার লালবাগের সুমাইয়া কাজল, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর পিংকি, ময়মনসিংহের ফুলপুরের মাজেদা, ভোলার রিনা ও নওগাঁর সুখী।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ নাম্বার ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারওয়ার আলম তাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা নিশ্চিত করেন।

তিনি জানান, গৃহকর্মী হিসেবে সৌদি আরব আসা ওই নারীরা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দাম্মামের খোবার এলাকার একটি ক্যাম্পে স্থানান্তর করা হয়।

গত আড়াই মাসে এভাবে ৯ নারী ওই ক্যাম্পে আশ্রয় পান। তাদের মধ্যে ৫ জন আজ দেশে ফিরেছেন।

SHARE THIS
Previous Post
Next Post