বাস্তব_জীবন____________________


৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি ,
কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়াতে পারি না.!!
রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা বকশিস দিতে পারি,,
কিন্তু রেস্টুরেন্টের সামনে রোদ্রে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না.!!
বাড়ির দারোয়ান কে ৭ হাজার টাকা বেতন দিতে পারি,
কিন্তু মসজিদের ইমাম সাহেবের ৩০০ টাকা বেতন দিতে
পারি না.!!
ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য ১০ হাজার টাকা
বাজেট রাখতে পারি,
কিন্তু বাড়িতে কাজের মেয়ের জন্য ১ হাজার টাকা বাজেট রাখতে পারি না.!!
শপিং মলে মানসম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকা জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি,
কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা চাইলেই বিক্রিতাকে মেরে বসি.!!
২০০ টাকার বাস ভাড়া ২০০০ টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি, কিন্তু রিক্সাওয়ালা ১০ টাকা ভাড়া ১৫ টাকা চাইলেই থাপ্পড় দিতে দেরি করি না.!!
শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান, ফ্রেইসওয়াস, কসমেটিক প্রসাধনী ব্যাবহার করতে পারি,
কিন্তু সম্পদ পরিস্কার এবং পবিত্র করার জন্য দারিদ্রকে যাকাত দিতে পারি না.!!
এই সব কিছুর মধ্যেই হারিয়ে গেলো,
কোথায় আমাদের মানবতা আর কোথায় মনুষ্যত্ববোধ.......!!!!!
আসুন আমরা অল্প করে হলে ও নিজ উদ্দোগে অসহায়দের পাশে দাড়াই,,,
জয় হউক মানবতার

SHARE THIS
Previous Post
Next Post