বন্যা কবলিত জকিগঞ্জ: আসুন আমরা মানুষ বাঁচাই....

বন্যা কবলিত জকিগঞ্জ: আসুন আমরা মানুষ বাঁচাই
-----------------
বারবার প্রাকৃতিক দূর্যোগ বন্যা ও ঘূর্নিঝড়ে সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মানুষ এখন বিপর্যস্থ । গত বছর ৩/৪ দফা বন্যায় কৃষকরা কোনো ফসলই ঘরে তুলতে পারেনি। গত বুরো ফসল ভালো হলেও ঘূর্নিঝড় ও শিলাবৃষ্ঠিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও অবশিষ্ঠ ধান কৃষকরা ঘরে তুলার পরপরই আকস্মিক বন্যায় সমস্ত উপজেলা প্লাবিত হয়ে গেলো। উপজেলার অধিকাংশ এলাকা এখন জলমগ্ন। বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি বর্ননাতীত। সরকারি সাহায্য অত্যন্ত অপ্রতুল। এ পর্যন্ত প্রতি ইউনিয়নে কিছু সরকারি চাল দেওয়া হয়েছে। এগুলো ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরন করা হচ্ছে। কিন্তু দূরবর্তী, দূর্গম বন্যার্ত মানুষের কাছে এসব সরকারি ত্রান এখনো পৌছেনি। এ অবস্থায় অনেক এলাকায় ব্যাক্তিগতভাবে, সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠন এবং প্রবাসী ব্যাক্তিবর্গ ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জকিগঞ্জের বন্যা পরিস্থিতির সংবাদ জানতে পেরে জকিগঞ্জ উপজেলার সেনাপতি গ্রামের কালা মিয়ার কন্যা আমেরিকা প্রবাসী সেলিনা উদ্দিন ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে বিতরনের জন্য এ প্রতিবেদকের কাছে কিছু অর্থ প্রেরন করেন। এ প্রতিবেদক এই অর্থ বারহাল ইউনিয়নের খিলগ্রাম, কুদালী, আখাব, পাছালি গ্রামের বন্যার্তদের মধ্যে বিতরন করেন। বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান আহমদ লুকুজ, ১,২,৩ সংরক্ষিত আসনের মহিলা সদস্য রিনা বালা, বারহাল ছাত্রপরিষদের সভাপতি ছদিওল হোসাইন আহমদ, মাস্টার ময়নুল হক, বিশিষ্ঠ সমাজসেবী দুলাল আহমদ প্রমুখ। এ প্রতিবেদকের নিজগ্রাম বারহাল ইউনিয়নের খিলগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের দুঃখ,দূর্দশা দেখে আর ধৈর্য্য ধারন করতে পারেননি। তিনি তার দুই পুত্রের প্রাপ্ত সরকারি বৃত্তি ও উপবৃত্তির টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন, বিত্তশালী লোক, প্রবাসী সবারই এ মুহুর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাড়ানো উচিত মানুষ বাঁচলে রাজনীতি,সমাজসেবা সবই করা যাবে। তাই সকলের প্রতি এ প্রতিবেদকের আহবান আসুন আমরা মানুষ বাচাই। এদিকে আমেরিকা প্রবাসী সেলিনা উদ্দিন বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ,দূর্দশার খবর জানতে পেরে সূদূর প্রবাস থেকে যে সাহায্যের সম্প্রসারিত করেছেন সে জন্য বারহাল ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

SHARE THIS
Previous Post
Next Post