ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ২০০ জনের প্রানহানীর আশংকা, অধিকাংশই সিলেটী

সুরমা নিউজ ডেস্ক:
লিবিয়ার জোয়ারা এলাকা থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি বোট বুধবার থেকে নিখোঁজ আছে। বোট দুটি ডুবে গিয়ে প্রায় ৭২ জন বাংলাদেশীসহ ২ শতাধিক মানুষের প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। ঐ বোট দুটিতে বাংলাদেশীদের মধ্যে অধিকাংশ যাত্রী সিলেটের বিভিন্ন এলাকার। তারা কয়েকদিন আগে বডি কন্ট্রাক্টে লিবিয়া এসে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। বেশ ঠান্ডা ও সাগর উত্তাল থাকা সত্ত্বেও জোয়ারা এলাকা থেকে ৫টি ছোট ছোট বোট প্রায় ৭’শ যাত্রী নিয়ে গত বুধবার রাতে ছেড়ে যায়। বোটগুলোর মধ্যে তিনটি বোট লিবিয়ার কোষ্টগার্ড আটক করলেও, দুটি বোট প্রায় ২’শ যাত্রী নিয়ে কিছু দূরে যাওয়ার পর সাগরের উত্তাল ডেউয়ের মাঝে পড়ে। তার মধ্যে একটি বোট থেকে উপকূলে জানানো হয় যে, কোনভাবেই বোটের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। এর কিছুক্ষণ পর থেকেই বোট দুটির সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল হতে না হতেই জোয়ারা এলাকায় বোট ডুবির খবরটি চাউর হয়ে যায়। জোয়ারা থেকে কয়েকজন বাংলাদেশী শ্রমিক জানান, ঐ বোটে ১২০ যাত্রীর মধ্যে ৭২ জন বাংলাদেশী আছে এবং তাদের বেশিরভাগই সিলেট এলাকার।

SHARE THIS
Previous Post
Next Post