মানব সেবায় ভূপেন হাজারিকা



মানব সেবার শব্দটির সাথে এবং এই মহান কর্মের সাথে যে নামটি এবং যে গানটি আজও সমান ভাবে জনপ্রিয় ও একই ভাবে পরিচিত সে গানটি হলো:- মানুষ মানুষের জন্য।

ভূপেন হাজারিকার সেই বিখ্যাত কালজয়ী গানটি মানব সেবায় আজ ও অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের যান্ত্রিক জীবনে গানটি বারে বারে স্মরণ করিয়ে দেয় মানুষের সেবা এগিয়ে আসতে।

মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু….


মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..


বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু……….

মানুষ মানুষের জন্য......

SHARE THIS
Previous Post
Next Post