বৃটেন-কানাডার পর এবার ঢাকা থেকে চলে গেল অস্ট্রেলিয়া ভিসা সেন্টার.....

বৃটেন ও কানাডার পর এবার ঢাকা থেকে ভিসা সেন্টার সরিয়ে নিলো অস্ট্রেলিয়া সরকার। আজ বৃহস্পতিবার থেকে দেশটির এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।এখন থেকে অস্ট্রেলিয়ার দিল্লি মিশন  বাংলাদেশিদের ভিসা, ইন্টারভিউ এবং কনস্যুলার সংক্রান্ত অন্যান্য  সেবা দেয়া হবে।


এতে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের কোনো হাত থাকছে না! এতদিন বাংলাদেশে থাকা দেশটির পূর্ণাঙ্গ আবাসিক মিশন থেকেই ভিসা দেয়া হচ্ছিল।

ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন মনোনীত ভিএফএস সেন্টার কেবলমাত্র ভিসা আবেদন গ্রহণ করবে। নয়াদিল্লিতে ভিসার ব্যাপারে সিদ্ধান্তের পর এই সেন্টার পাসপোর্ট ডেলিভারি দেবে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঢাকা থেকে সরিয়ে দিল্লিতে নেয়া হলেও এতে সার্ভিসে কোনো হেরফের হবে না বলে বাংলাদেশ সরকারকে তারা আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য বেশ কয়েকবছর আগেই যুক্তরাজ্য ও কানাডা ঢাকা থেকে ভিসা সেন্টার সরিয়ে নেয়। যুক্তরাজ্য নয়াদিল্লিতে এবং কানাডা সিঙ্গাপুরে ভিসার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ট্রেলিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ আঞ্চলিক ভিত্তিতে কয়েকটি দেশের জন্য একটি ভিসা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। ব্যয় সংকোচনই এর কারণ বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, বাংলাদেশিদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না। খুব দ্রুততম সময়ের মধ্যে অস্ট্রেলিয়ান সরকার সর্বত্র ইলেক্ট্রনিক ভিসা বা ই-ভিসা প্রবর্তন করতে যাচ্ছে। এটি পুরোপুরি কার্যকর হয়ে গেলে কোনো বাংলাদেশির পাসপোর্ট দিল্লি পাঠানোর প্রয়োজন হবে না। তারা ঘরে বসেই ই-মেইলে বারকোডসহ ভিসা পাবেন

SHARE THIS
Previous Post
Next Post