দ্রুততম অর্ধশত রান করে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে সূচনাটাও দারুণ হয়েছে টাইগারদের। তবে ক্যারিবীয়দের হয়ে একাই লড়াই করে গেছেন শিমরন হ্যাটমায়ার। টাইগার বোলারদের তোপের মুখেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে করেছে ২৭১ রান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে বাংলাদেশের করতে হবে ২৭২ রান।
২৭২ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেন বিজয় তিনি ৯ বলে ২৩ রানের বোল্ড হয়ে ফিরেন। এরপর নামেন সাকিব তিনি নেমেই ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৪.৪ ওভারে অর্ধশত পূর্ণ করে বাংলাদেশ। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম।