‘রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আন্দোলন চলবে’

রবিন আকরাম : সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ বলেছেন, রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত পাঁচ দফা দাবি আদায়ে তাঁদের আন্দোলন চলবে।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।



আরেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী বলেন, ‘উপাচার্যের বাসায় হামলাকারী অভিযোগ দিয়ে, জামায়াত-শিবিরের অভিযোগ দিয়ে আমাদের নিপীড়ন করা হচ্ছে।

অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকর্মী রিয়াজুল ইসলাম বলেন, ‘দেশের সব জায়গায় ভয় তৈরি করা হয়েছে, এ ভয় ভেঙে বেরিয়ে আসতে হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী মারাত্বকভাবে আহত হয়ে হাসপাতালে আছেন। তারপরে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অন্যদকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার সম্ভব নয়। প্রথম আলো

SHARE THIS
Previous Post
Next Post