ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ২০১৮ অনুষ্টিত। শুক্রবার জেলা পরিষদ হল রুমে ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থপনা পরিচালক মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্তে এ কর্মশালা অনুষ্টিত হয় । এত হজ্জের করনিয় – বর্জনীয় ও শিক্ষা বিষয় বক্তব্য রাখেন গোবিন্দনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শাইখ আব্দুস ছালাম আল-মাদানী।
হজ্জের আহকাম ও ফজিলত নিয়ে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নরুজ্জামান আল মাদানী । ভিডিও চিত্র সহ প্রশিক্ষন প্রদান করেন বিশিষ্ট টিভি আলোচক মাসুম বিল্লাহ আল মাদানী । শুরুতে কোরআন তেলাওয়ত করেন মাওলঅনা আবু তৈয়ব।
আরো উপস্তিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আফতাব উদ্দিন,হাফেজ আব্দুল আজিজ,মাওলানা সাব্বির আহমদ খাঁন, ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর হজ্জ পরিচালক আইনুল ইসলাম হাকিম প্রমুখ । এতে প্রায় কয়েশ হজ যাত্রী অংশ নেন ।