১৫ সেপ্টেম্বর সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় পালিত হচ্ছে “দেশটাকে পরিষ্কার করি”


নিজস্ব প্রতিবেদক ঃ-আহমেদ সুফিয়ান
১৩ সেপ্টেম্বর ২০১৮ইং

পরিবর্তন চাই ট্রাস্ট সারা দেশব্যাপী ৪র্থ বারের মতো “দেশটাকে পরিষ্কার করি” দিবস পালন করতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর রোজ শনিবার। মূলত এই প্রতীকী পরিষ্কার পরিচ্ছন্নতার আন্দোলন হলো, ঐদিন আমরা আমাদের মাধ্যমে যে ময়লা গুলো হয়ে থাকে, যা পরিবেশে বিনষ্টের জন্য দায়ী যেমনঃ কলার খোসা, বাদামের খোসা, পলিথিন জাতীয় প্রভৃতি সেগুলো পরিষ্কার বা রাস্তা থেকে তুলে ডাস্টবিনে রাখবো এবং মানুষকে বুঝাতে চেষ্টা করবো যাতে এইগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন।দেশব্যাপী ১৬৪ জায়গায়(জেলা ও উপজেলায়) প্রায় লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার এই সচেতনতামূলক বৃহৎ ইভেন্ট পরিচালিত হবে।নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমবেত হয়ে, নবীগঞ্জ শহরের গাজীরটেক পয়েন্ট থেকে শুরু করে শহরের ওসমানী রোড, মধ্যবাজার রোড, উপজেলা সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় অভিযান পরিচালিত হবে।
নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্টানের মাধ্যমে ইভেন্ট সম্পন্ন হবে।
 আপনিও অংশ নিতে পারেন এই জনসচেতনতার বৃহৎ আয়োজনে।আসুন আমরা আমাদের দেশের জন্য কাজ করি, নিজের জন্য কাজ করি। পরিষ্কার পরিচ্ছন্নতার এই আন্দোলনকে সফল করি এবং শপথ করি, “চারিপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই।”

১.আবুল কাশেম (চয়ন)
কমান্ডার নবীগঞ্জ উপজেলা।
২.ইমতিয়াজ আহমেদ পাপম
সহকারী কমান্ডার নবীগঞ্জ উপজেলা।
ফোন ০১৭৪১৫৯৬৬৮৮/০১৭৫২৭৫৮৬৯৫

SHARE THIS

Author:

Previous Post
Next Post