হাসি”র আয়োজনে মালিবাগ রেলগেইট বস্তির সুবিধা বঞ্চিত ৩৬২ শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

রাজধানী ঢাকার মালিবাগ রেলগেইট বস্তির সুবিধা বঞ্চিত ৩৬২ (তিন শত বাষট্টি) জন শিশুদের মাঝে, পুষ্টিকর খাবার ও সিদ্ধ ডিম এবং চকলেট বিতরন করেছেন “হাসি” নামক একটি সমাজ কল্যাণ মূলক সংগঠন। উক্ত আয়োজনে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ এ এস এম মনিরুল আলম এবং বাবু শ্রী বিশ্বণাথ ওঝা ও হাসি সংগঠনের সকল সদস্যবৃন্দ।“হাসি” সংগঠনের প্রতিষ্ঠাতা, মঠবাড়িয় উপজেলার, সূর্যমনি গ্রামের একসাধারণ পরিবারের সন্তান বাবু নয়ন ওঝা, দেশ বাসির কাছে অনুরোধ করেছেন সুবিধা বঞ্চিত শিশুদের অবজ্ঞার চেখে না দেখে, তাদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত বারালে ওরাও ভালো কিছু করবে  দেশের  জন্য দেশের মানুষের  জন্য। “হাসি” সংগঠনের এমন আয়োজন আরো বেগবান করার জন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামোনা করছি। যোগাযোগঃ ০১৭১৪-৮২৩৭৬৬। “হাসি” সংগঠ সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনা সামগ্রী, পুষ্টিকর খাবার,নতুন পোষাক, চিকিৎসা সামগ্রী,এবং বৃদ্ধদের চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদানসহ, কিশোর কিশোরীদের  জ্ঞান মূলক কাউন্সিলিং সেবা প্রদান করে থাকেন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post