রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন শিক্ষাবিদ আলী আকবর খান

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের গর্বিত অংশীদার এমসি কলেজ ও পুরান ঢাকার কবি নজরুল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক খ্যাতিমান শিক্ষক প্রফেসর আলী আকবর খান ডলার। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নতুন কহেলা কলেজ মাঠে বুধবার তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। তার আগে জেলা প্রশাসনের তরফে ওই বীরকে রাষ্ট্রীয় সালামে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। জানাজা শেষে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত ওই ব্যক্তিত্বকে পিতা ও ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়। ১৯৫০ সালের ১লা জানুয়ারি টাঙ্গাইলে জন্ম নেয়া ডলার আমৃত্যু মানুষের মাঝেই কাটিয়েছেন। ছাত্র আন্দোলন থেকে শুরু হরে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সংসদ সদস্য নির্বাচন এবং সর্বশেষ শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য বিদায়ী কার্যকরী কমিটির সদস্যও ছিলেন। গত মঙ্গলবার দুপুরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘ দিন ধরে কিডনিসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ৬৭ বছর রয়সী ওই শিক্ষাবিদ।

SHARE THIS

Author:

Previous Post
Next Post