সফল ছাত্রনেতা ইফতাদ চৌধুরী - কে ১নং আলীনগর ইউনিয়ন এর যুবলীগ কমিটিতে সাধারণ সম্পাদক পদে চাই......।




  সফল ছাত্রনেতা ইফতাদ চৌধুরী - কে ১নং আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই......। বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মিছিল মিটিং এর প্রিয় মুখ মুজিব আর্দশের একনিষ্ট সৈনিক, কর্মীবান্ধব, সফল ছাত্রনেতা ইফতাদ চৌধুরী কে আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই, এটা এখন সময়ের দাবি ত্যাগী কর্মীর মূল্যায়ন চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,। আমরা চাই যারা সর্বদা দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেণীর মানুষের পাশে থেকে কাজ করে চলে‌ছে এই কমিটিতে সেই সকল কর্মীর সঠিক মুল্যায়ন হউক আলীনগর ইউনিয়ন যুবলীগের কমিটিতে তাই এটা এখন সময়ের দাবী আলীনগর ইউনিয়নের পরিচিত মুখ #ইফতাদ চৌধুরী কে আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়ে আসা হউক কারন তিনি সর্বদা সকলের পাশে থেকে এলাকার বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে নিজেকে উৎসর্গ করে রেখেছেন এছাড়াও তিনি একটি মানব সেবামূলক একটি সংগঠনের সঙ্গে ও কাজ করে চলেছেন বলে জানিয়েছেন কাওছার আহমেদ । এছাড়া আমাদের প্রতিনিধি টিম জানিয়েছেন উনি একজন মানবাধিকার কর্মী,বিদায় উনি একজন মানবাধিকার কর্মী হয়ে কখনোই চাইবেন না সমাজের যেকোন স্তরের মানুষের কোন প্রকার ক্ষতি হউক। বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ সুফিয়ান বলেন নির্বাচন যেখানেই হউক আমরা চাই একজন মানবপ্রেমিক,স্বেচ্ছাসেবক সর্বক্ষেত্রেই নির্বাচিত হোউক, সর্ব শেষ যখন আমাদের কথা হয় আলীনগর ইউনিয়নের কৃতী সন্তান সাবেক ছাত্র নেতা, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য জনাব, Jahangir Alam Chowdhury সাথে তখন তিনি বলেন- যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ ইং কে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে এটা অত্যন্ত ভালো উদ্যোগ কিন্তু মনে রাখতে হবে এই কমিটিতে সেই সকল নেতা কর্মীকেই মানাবে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরিক্ষিত রাজনীতির অধিকারী,স্বজনপ্রীতি কিংবা সাম্প্রদায়িক রাজনীতির উর্দ্ধে থেকে রাজনীতির মাঠে কাজ করে চলেছে আজ এসেছে সময় সেই সকল কর্মীকে মুল্যায়ন করার তাই আপনারা এই কথাটি ভুলে না গিয়ে একটি সুন্দর গ্রহণ যুগ্য কমিটি উপহার দিন এটাই আমরা চাই ...? মনে রাখবেন সেই দিনের কথা যে দিন ওরা মুজিব আদর্শ মুখে লালন করেছিল আর অন্তরে পোষণ করেছিল সাম্প্রদায়িক বন্ধন আজ আবারও ওরা মাথা উচুঁ করে দাঁড়িয়েছে আপনাদের সামনে, আপনাদের কি মনে পড়ে সেদিনের কথা গত ৫ জুন ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন যেখানে নিজ দলের প্রার্থীর কথা ভুলে গিয়ে অন্য দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মরিয়া হয়ে কাজ করেছে যারা আজ কিন্তু ওরাই সক্রিয়। তাই আপনাদের কে সাবধানতা অবলম্বন করতে হবে সেই সকল মুস্তাক বাহিনীর কাছ থেকে কারন সামনে যে কঠিন পরিক্ষার সম্মুখীন হতে হবে তখন আপনাদেরকে সেই পরিক্ষার ফল ভোগ করতে হবে ...??? উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগের নিতী ও আদর্শ হলো অসাম্প্রদায়িক রাজনীতি সুতরাং এটা ভুলে গেলে চলবেনা।

SHARE THIS
Previous Post
Next Post