দেখে নিন সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যেসব নিয়োগ পরীক্ষা রয়েছে

চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর মাসের চাকরির নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময়সূচি প্রকাশ হয়েছে। বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য তা প্রকাশ করা হলো….
১) সমাজসেবা অধিদপ্তরঃ
ক. ফিল্ড সুপারভাইজার (পদসংখ্যা-৫০)
খ. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদসংখ্যা-১৫৭)
(১৪ সেপ্টেম্বর,২০১৮; বিকাল ৩টা)
পরীক্ষা নিয়ন্ত্রকঃ ব্যবস্থাপনা বিভাগ, ঢাবি
২) সমাজসেবা অধিদপ্তরঃ
ক. সমাজকর্মী(ইউনিয়ন) (পদসংখ্যা-৪৬৩)
(২১ সেপ্টেম্বর,২০১৮; বিকাল ৩টা)
৩) বাংলাদেশ পাটকল কর্পোরেশন (BJMC)
ক. সহকারী ব্যবস্থাপক (পদসংখ্যা-৭)
খ. সহকারী(হিসাব/অর্থ/নিরীক্ষা/এমআইএস) কর্মকর্তা (পদসংখ্যা-৫৫)
গ. সহকারী উৎপাদন কর্মকর্তা (পদসংখ্যা-১০৫)
(২১ সেপ্টেম্বর, ২০১৮; বিকাল ৪টা-৫ টা)
পরীক্ষা নিয়ন্ত্রকঃ আই বি এ, ঢাবি
৪) কম্বাইন্ড ৮ ব্যাংকের সিনিয়র অফিসারঃ লিখিত পরীক্ষা (২২ সেপ্টেম্বর,২০১৮; বিকাল ৩টা-৫টা)
৪) জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসারঃ রি-রিটেন পরীক্ষা (৫ই অক্টোবর,২০১৮; বিকাল ৩টা-৫টা)
সম্ভাব্য পরীক্ষার তারিখ:
১) পল্লী সঞ্চয় ব্যাংকঃ
ক. সহকারী ক্যাশিয়ার (পদসংখ্যা-৪৮৫)
(২৮ সেপ্টেম্বর, ২০১৮)
২) খাদ্য অধিদপ্তরঃ
ক. উপ-খাদ্য পরিদর্শক (পদসংখ্যা-২৫০)
(৫ অক্টোবর, ২০১৮)
৩) কম্বাইন্ড ব্যাংকঃ অফিসার (ক্যাশ)
[SBL, JBL, BDBL & BKB- 2246 Post]
(১২ অক্টোবর, ২০১৮)
৪) কম্বাইন্ড ব্যাংকঃ অফিসার(টু ব্যাংক)
(অানসার ভিডিপি ও হাউস বিল্ডিং- ১৬৪ পোষ্ট )
(১৯ অক্টোবর, ২০১৮)
৫) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ (১২ হাজার) (২৬ অক্টোবর, ২০১৮)
১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে…..

SHARE THIS

Author:

Previous Post
Next Post