প্রতিনিধি...... আহমেদ সুফিয়ান
১৮সেপ্টেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় সিলেট চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টায়।১, ৫দফা দাবির আলোকে কোটা সংস্কার করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা।২, হয়রানীমূলক সকল মামলা প্রত্যাহার করা।৩,আন্দোলনকারীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।এই ৩দফা দাবিতে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেট এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়।
এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সিলেটে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এম.সি কলেজ,সরকারী কলেজ,মদনমোহন কলেজসহ সিলেটস্হ আরো বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলো থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
Author: Ahmed sufi
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments