ফের ৩ দফা দাবিতে বিক্ষোভের ডাক দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা

ফের ৩ দফা দাবিতে বিক্ষোভের ডাক দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা।কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষ্যে আগামিকাল বেলা ১১টায় দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।তাদের তিন দফা দাবি হলো- মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করা; আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা।আান্দোলনকারীদের দমন-পীড়ন করা হচ্ছে দাবি করে নূর বলেন, “দাবি-দাওয়া বাস্তবায়নের আগে আমাদের দমন করা যাবে না। আমাদের দাবি মেনে নিন আমরা রাস্তা থেকে সরে যাব।

SHARE THIS

Author:

Previous Post
Next Post