জেলা প্রতিনিধি,,,আহমেদ সুফিয়ান
02 SEPTEMBER 2018
আর্ত মানবতার সেবায় নিয়োজিত ফুড ব্যাংকিং টিম সিলেট
স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপনায় "ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন" স্লোগান কে সামনে নিয়ে দীর্ঘ এক বছর ধরে অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে না দেয়ার সচেতনতায় কাজ করছে ফুড ব্যাংকিং টিম সিলেট।
গত ৩০ সেপ্টেম্বর, রবিবার মধ্যরাতে উপশহর এলাকার "সাগ ভাত" রেস্টুরেন্ট থেকে কল আসে ফুড ব্যাংকিং টিম সিলেটের কল সেন্টারে সেখানে বেশ কিছু গোশত অবশিষ্ট রয়ে গেছে সেগুলো অপচয় করতে চাইছেন না। ফুড ব্যাংকিং টিম সিলেট সেই খাবার সংগ্রহ করে নিজ দায়িত্বে রেখে দেয়।
পরবর্তিতে ১ অক্টোবর সোমবার নিজেদের অর্থায়নে ভাত, ডাল ও সবজির ব্যবস্থা করে আম্বরখানা গোল্ডেন টাওয়ারের ৩য় তালায় অবস্থিত হযরত হাসান হোসেন (রঃ) এতিম মাদ্রাসার প্রায় ৭৫ জন শিক্ষার্থীদের রাতের খাবার হিসেবে দেওয়া হয়। বাচ্চারা সেই খাবার আত্মতৃপ্তি সহকারে খায় এবং শিক্ষক সহ সকলে ফুড ব্যাংকিং টিম সিলেটের দীর্ঘায়ু কামনা করেন।
Author: Ahmed sufi
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments