হবিগনজ শাহজালাল ট্রাস্ট-কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান সম্পুর্ণ


জেলা প্রতিনিধি,,,,,আহমেদ সুফিয়ান
 01 SEPTEMBER 2018


হবিগনজ শাহজালাল ট্রাস্ট-কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে------মেয়র অালহাজ্ব ছাবির অাহমদ চৌধুরী।
শিক্ষার হার যতো বাড়বে ততই দেশ এবং জাতি বেশি বেশি করে উপকৃত হবে।
-----------------------------------------


হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন,সুশিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারেনা।


তিনি ট্রাস্ট-এর কার্যক্রমের ভুয়ূসী প্রশংসা করে বলেন,শিক্ষার্থীদের কল্যাণে ট্রাস্ট এর কাজ এগিয়ে নিতে অামার ব্যাক্তিগত ও পৌর পরিষদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা থাকবে।তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার হবিগনজ শাহজালাল অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক নবীগনজ সৈয়দ অাজিজ হাবিব উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগনজ শাহজালাল অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো.অাব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.অাবুল কাশেম চয়ন এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট এর অর্থ সম্পাদক মো.শামসুল ইসলাম,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুল্কা দেবনাথ,সাহিত্য পএিকার হাতিয়ার এর সম্পাদক ও প্রকাশক কাজী মাওলানা এম.হাসান অালী,সৈয়দ অাজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো.অাবুল কালাম মিটু,হবিগনজ ওয়েলফেয়ার ছাএ সংগঠনের সভাপতি মো.মুবাশ্বির হোসাইন চৌধুরী,ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.বদরুজ্জামান ছানু,নবীগনজ ইসলামি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাওলানা অাব্দুর রক্বীব হক্কানী,নবীগনজ ইসলামি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম ইউসুফ,ট্রাস্ট এর প্রচার সম্পাদক অাহমাদ অাদিল অাল জাবের,সদস্য মো.শায়েক ইসলাম চৌধুরী,তালুকদার অাবুল হায়াত রুহিন,মো.শামীম অাহমদ চৌধুরী শিপু,শাহ জামাল,মো.অাব্বাস উদ্দিন চৌধুরী,মো.মাহফুজ অাহমদ প্র মূখ।

SHARE THIS

Author:

Previous Post
Next Post