শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ'র পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি
01 MARCH 2019

  শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ'র পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প

নোমান আহমদ, বারহাল প্রতিনিধি ; বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ অঞ্চলের প্রবাসীদের সংগঠন “শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ” এর অর্থায়নে আজ ২৮ ফেব্রুয়ারি  বৃহৎপতিবার স্থানীয় ঘাটের বাজার ঈদগাহ মাঠে বিভিন্ন গ্রামের দরিদ্র প্রায় ৭শতাধিক মানুষের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও প্রায় ২শতাধিক দরিদ্র রোগীদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে ৷

এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন গ্রামের ৭শত মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে চিকিৎসকদের কাছ থেকে নানা রোগ-ব্যাধির চিকিৎসা নেন।

মেডিক্যাল ক্যাম্পে মা ও শিশু, মেডিসিন, চর্ম ও যৌন বিশেষজ্ঞ পাঁচ জন চিকিৎসক প্রায় ৭শত নারী-পুরুষকে চিকিৎসা দেন।

১নং বারহাল ইউনিয়নের ইউপি সদস্য হুমায়ুন কবির চৌঃ সুমন এর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রানা ও মাহফুজ খাঁন এর যৌত উপস্থাপনায় আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ল কলেজের ভিপি ও কেন্দ্রীয়  ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌঃ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বারহাল ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ চৌঃ, শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান আহমদ চৌঃ, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সুয়েল, প্রবীণ মুরব্বী হাজ্বী শফিকুল হক কিরানী, প্রবীণ মুরব্বী খলিল মিয়া, প্রবীণ মুরব্বী আব্দুস সাত্তার, প্রবীণ মুরব্বী আলাউদ্দিন প্রমুখ।

শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি রায়হান হোসেন চৌঃ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজন আহমদ চৌঃ, ত্রান বিষয়ক সম্পাদক আফজল আহমদ প্রমুখ।

শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রানা জানান  দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প সাধারণ মানুষের মাঝে সাড়া জাগিয়েছে এবং আগামীতেও এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

SHARE THIS
Previous Post
Next Post