ফেঞ্চুগঞ্জ অবৈধ ভাবে উত্তোল হচ্ছে লক্ষ লক্ষ টাকার বালু।



জেলা প্রতিনিধি
26 MARCH 2019


ফেঞ্চুগঞ্জ ইউএনও কে ম্যানেজ করে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

সিলেট ডেস্কঃ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিতে সিলেট জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন " কুশিয়ারা নদী ও পরিবেশ সংরক্ষণ কমিটি"
অভিযোগে জানা যায়,




ফেঞ্চুগঞ্জ এলাকার স্থানীয় কিছু  প্রভাবশালী নেতা ছাত্রলীগের সভাপতি তুতা মিয়ার ছেলে  জুনেদ আহমেদ,ইসন মিয়ারা  উপজেলা নির্বাহী অফিসার কে ম্যানেজ করে প্রতিদিন অবৈধ উপায়ে ৫০লক্ষ টাকার বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে।
এ কাজে নিরবতা পালনের জন্য ইউএনও কে প্রতিদিন ৫০হাজার টাকা পৌছে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। কমিটি জানান, ফেঞ্চুগঞ্জ রাজনপুর-গয়াসী মৌজায় কোন বালু মহাল নেই প্রশাসন ম্যানেজ করে প্রভাবশালীরা সরকারি রাজস্ব ফাকি দিয়ে অবৈধ ব্যবসা করে নদী ভাঙ্গন সৃষ্টি করা ও পরিবেশ ধংষ করছে। দিন রাত ড্রেজারের তেল মবিল পানিতে মিশ্রিত হওয়ার কারনে মাছের ক্ষতি হচ্ছে জ্বালানির কটু গন্ধে মাছ খাওয়া যাচ্ছে না বিধায় বিপদে পড়েছেন শত শত মৎস্যজীবি পরিবার।



অভিযোগে কুশিয়ারা নদী ও পরিবেশ সংরক্ষণ কমিটি উল্লেখ করে বালু উত্তোলনের স্থান উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় থেকে মাত্র ০১ কিলোমিটার ও থানা থেকে মাত্র  আধা কিলোমিটার দূরে! তাও প্রশাসনের নিরবতা নানা প্রশ্নের জন্ম দেয়। এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার,দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন বলে জানা কুশিয়ারা নদী ও পরিবেশ সংরক্ষণ কমিটি।
অভিযোগের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানা তারা। আরো জানা যায়, প্রভাবশালী মহল ফেঞ্চুগঞ্জ -বালাগঞ্জ সীমানায় বারোহাল এলাকায় একই ভাবে বালু উত্তোলনের পায়তারা করছে। ইতিমধ্যে ড্রেজার মেশিন ও পাইপ মজুদ করা হয়েছে।

SHARE THIS
Previous Post
Next Post