জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে ব্রিটেন প্রবাসী ফয়ছল চৌধুরীর কম্পিউটার সামগ্রী প্রদান

জেল প্রতিনিধি আহমেদ সুফিয়ান 
07 MARCH 2019

 জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে ব্রিটেন প্রবাসী ফয়ছল চৌধুরীর কম্পিউটার সামগ্রী প্রদান
---------------------
বুধবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের ব্রিটেন প্রবাসী বারহাল শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব, ফয়ছল চৌধুরীর পক্ষ থেকে ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আব্দুল মুতালেব, সাবেক কামান্ডার আব্দুল জলিল, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান, দৈনিক যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন, শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের নির্বাহী সদস্য এম,এ রউফ সাহেদ প্রমুখ।


উল্লেখ্য যে, ইতিপূর্বে জনাব ফয়ছল মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি চেয়ার ও একজন প্যারা শিক্ষকের ৬ মাসের বেতন, শাহবাগ আল মাদানী ইসলামী পাঠাগার, মহিদপুর পুরাতন জামে মসজিদ, বারহাল ছাত্র পরিষদ, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি সিলিং ফ্যান, জামেয়া ইসলামিয়া আরজানিয়া শরীফাবাদ মাদরাসা, বালিটেকা জামে মসজিদ, জকিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদের কাছে ৫০টি কম্বল, নূরনগর জামে মসজিদ, মহিদপুর রাস্তা পুনঃসংস্কার, ঘাটেরবাজার সংলগ্ন মাজারে ও শাহবাগ জামেয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করেন।

SHARE THIS
Previous Post
Next Post