বৃষ্টি বিঘ্নিত বিলম্ব হচ্ছে ওয়েলিংটনের টেস্ট টস

জেলা প্রতিনিধি
08 MARCH 2019


     নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বেসিন রিজার্ভে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে এখনও টস করতে পারেনি ম্যাচটিতে।
এর আগে হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছে। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি সিরিজে ফেরার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে টাইগারদের কাছে।
এখন পর্যন্ত ওয়েলিংটনের এই মাঠে মোট তিনবার কিউইদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই টাইগাররা হেরেছে স্বাগতিকদের কাছে। সুতরাং এবার সেই পরিসংখ্যান পাল্টানোর মিশনে নামতে যাচ্ছে মাহমুদুউল্লাহর নেতৃত¦াধীন দলটি।

বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।

SHARE THIS
Previous Post
Next Post